Search
Close this search box.

IPL 2025: পন্থকে দিতে হবে মোটা অঙ্কের করও, কত টাকা বেতন পেতে চলেছেন লখনউয়ের নবাগত তারকা?

আইপিএল নিলামে রেকর্ড দাম বিক্রি হয়েছেন ঋষভ পন্থ। সদ্য সমাপ্ত আইপিএল নিলামে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার। তাঁকে দলে নেওয়ার জন্য ২৭ কোটি টাকা খরচ করে ইতিহাস সৃষ্টি করেছে লখনউ দল। কিন্ত পুরো ২৭ কোটি টাকা অবশ্যই পাবেন না পন্থ, ভারত সরকারকে কর দিয়ে কত টাকা হাতে থাকবে পন্থের, সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আইপিএল নিলামের প্রথম দিনে রীতিমতো ঝড় তুলে দেন পন্থ। নিলামের মঞ্চে সঞ্চালিকা মল্লিকা সাগর পন্থের নাম ঘোষণা করতেই দর কষাকষি শুরু করে একাধিক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত ২৭ কোটিতে পন্থকে দলে পায় লখনউ দল। কিন্তু এত টাকা অবশ্যই পন্থের ব্যাঙ্কে ঢুকবে না কর মেটাতে হবে ভারত সরকারকে।

তবে ২৭ কোটি টাকা নিলামে পেলেও ভারত সরকারের অর্থ মন্ত্রকের নিয়ম অনুসারে মোটা অঙ্কের টাকা করও দিতে হবে পন্থকে। অঙ্ক কষে দেখা গিয়েছে পন্থকে ৮.১ কোটি টাকা কর বাবদ সরকারকে দিতে হবে। ফলে পন্থের বেতন হবে ১৮.৯ কোটি টাকা। কিন্ত কর মেটানোর পরও বিপুল অঙ্কের বেতন পেতে চলেছেন পন্থ।

লখনউ দলে যোগ দেওয়ার পর পন্থ নিজের প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, আমি অত্যন্ত উত্তেজিত লখনউ দলের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি প্রথমেই টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই আমার উপর আস্থা রাখার জন্য। আমি সামনের দিকে তাকাতে চাই, এই দলের হয়ে অনেক ভালো স্মৃতি তৈরি করায় আমার লক্ষ্য।

তবে পন্থের জন্য ২৬ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করেও তার থেকে এক কোটি টাকা বেশি দিয়ে দলে নিতে হয়েছে লখনউ দলকে। দিল্লি ক্যাপিটালস পন্থকে রাখতে চেয়ে ২০.৭৫ কোটি দর হেঁকেছিল। তবে হাল ছাড়েনি লখনউ। ২৭ কোটি দাম দিয়ে আইপিএলের সর্বাধিক দাম দিয়ে পন্থকে সঞ্জীব গোয়েঙ্কাররা দলে নিলেন। শেষ পর্যন্ত নিজেদের পরিকল্পনাকে সফল করলেন সঞ্জীব গোয়েঙ্কা এবং তাঁর দল।
আইপিএলের মেগা নিলামে পন্থ যে ঝড় তুলতে পারেন তার আগাম আভাস আগে থেকেই ছিল। কারণ দিল্লি দল পন্থের মতো তারকা ক্রিকেটারকে রিটেন না করার সাহসী সিদ্ধান্ত নেয়। এর ফলে নিলামের মঞ্চে পন্থের মতো মতো তারকা ক্রিকেটারকে এবং নেতৃত্ব প্রদানের ক্ষমতা সম্পন্ন একজনকে দলে নিতে যে ঝাঁপাবে অন্য ফ্র্যাঞ্চগুলি তা ছিল সহজেই অনুমেয়। সেটাই হল।

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು