গৌতম আদানি ও তাঁর ভাগ্নের নামে ঘুষের কোনও অভিযোগ নেই৷ আমেরিকার যে অভিযোগ নিয়ে চর্চা হচ্ছে, সেই বিষয়ে এবার সংস্থা মুখ খুলল। তাই নিয়ে শুরু হয়েছে চর্চা।
আমেরিকায় গৌতম আদানি ও তাঁর ভাইপোর নামে অভিযোগ উঠেছে৷ ভারতের সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগ সামনে এসেছে। তাই নিয়ে উত্তাল ভারতের রাজনীতি। সংসদ ভবনেও বিরোধীরা প্রবল হইচই শুরু করেছিলেন।
এই অবস্থায় আদানি গ্রিন এনার্জি লিমিটেড (AGEL) একটি বিবৃতি জারি করেছে। সেখানে একাধিক বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। গৌতম আদানি, সাগর আদানি, এবং সিনিয়র এক্সিকিউটিভ ভিনীত জৈনকে ঘুষকাণ্ডে অভিযুক্ত করা হয়নি। সংস্থার তরফে জানানো হয়েছে, মার্কিন ফরেন করাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট (FCPA) লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়নি৷
গৌতম আদানিদের বিরুদ্ধে তিনটি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। সিকিউরিটিজ জালিয়াতির ষড়যন্ত্র, তার জালিয়াতি ষড়যন্ত্র, এবং সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এই কথা জানা গিয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে) ও ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এর দেওয়া সিভিল অভিযোগের কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে ঘুষ বা দুর্নীতির অভিযোগ করা হয়নি। এই কথা আদানি গ্রিনের তরফ থেকে জানানো হয়েছে।
সংবাদ মাধ্যমে প্রচারিত খবর বিভ্রান্তি ছড়িয়েছে। ভুল তথ্যের জন্য আদানি গোষ্ঠী সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়েছে। সেই কথা জানা যাচ্ছে। এখন সেই বিষয়কে সংস্থার তরফ থেকে সামনে আনা হয়েছে৷ সৌর বিদ্যুৎ চুক্তির জন্য ঘুষ দেওয়ার অভিযোগ সামনে এসেছে আদানির বিরুদ্ধে৷
সিনিয়র আইনজীবী এবং প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি একটি বার্তা দিয়েছেন। তিনি বুধবার বলেন, গৌতম আদানি ও তাঁর ভাগ্নের বিরুদ্ধে মার্কিন প্রসিকিউটর অভিযোগ দায়ের করেছে। সেখানে মার্কিন ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট (এফসিপিএ) লঙ্ঘনের অভিযোগ আনা হয়নি।
তবে ভারতের বিরোধীরা কোনওভাবেই এই বিষয়কে গুরুত্ব দিতে রাজি নয়। এবার সংসদের শীতকালীন অধিবেশনে সংসদ ভবনে আদানি ইস্যুতে ঝড় উঠবে। এই ইঙ্গিত এখন থেকেই পাওয়া গিয়েছে।
Author: VS NEWS DESK
pradeep blr