Search
Close this search box.

প্রশ্নের মুখে নিয়োগ দুর্নীতি মামলা, শান্তনু-অর্পিতার পর জেলমুক্তি কুন্তলেরও! এবার পার্থ? উঠছে প্রশ্ন

West Bengal school job scam: নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক জামিন। গত কয়েকদিন আগেই অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে বিশেষ আদালত। এই মামলায় জামিন পেতে জেলে বাইরে আরও বেশ কয়েকজন। এবার জেলের বাইরে আসছেন তৃণমূল নেতা কুন্তল ঘোষ। প্রাথমিক দুর্নীতি মামলায় বছর খানেক আগে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।

পরে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলাতেও কুন্তলকে গ্রেফতার দেখায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই মামলায় ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। এবার সুপ্রিম কোর্টে সিবিআই মামলাতেও জামিন মিলল। সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার কিংবা শনিবার সকালেই জেলমুক্তি ঘটবে বহিস্কৃত এই তৃণমূল নেতার (West Bengal school job scam) ।

সিবিআই-ইডির হাতে থাকা একাধিক মামলার মধ্যে অন্তত গুরুত্বপূর্ণ এই নিয়োগ দুর্নীতি মামলা (West Bengal school job scam) । সেই মামলায় একের পর এক অভিযুক্ত জামিন পেয়ে যাচ্ছেন। জামিন হয়েছে হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এমনকি সিবিআই এবং ইডির মতো তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। রাজনৈতিকমহলের মতে, যেভাবে একের পর এক অভিযুক্তের জামিন মঞ্জুর হচ্ছে তাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়া সময়ের অপেক্ষা। ইতিমধ্যে তাঁর জামিন মামলার শুনানি হচ্ছে কলকাতা হাইকোর্টে। এমনকি আরও একটি মামলার শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে।

বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তৎকালীন তৃণমূলের যুব নেতা কুন্তলের যোগ পান তদন্তকারী। বিপুল অঙ্কের টাকা লেনদেনের ঘটনা সামনে আসে। কুন্তল গ্রেফতাার হতেই চাপে পড়ে যায় শাসকদল। রাতারাতি বহস্কার করা হয় কুন্তলকে। আজ সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন তাঁর আইনজীবী। জানান, জেলে থাকা সত্ত্বেও ট্রায়াল হচ্ছে না। কবে তদন্ত শেষ হবে সে বিষয়ে কোনও কিছু স্পষ্ট নয়। এভাবে দিনের পর দিন জেলে রাখা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী।

দীর্ঘ শুনানি শেষে শর্ত সাপেক্ষে কুন্তল ঘোষের জামিনের নির্দেশ দেয় বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। শর্ত অনুযায়ী, এখনই পশ্চিমবঙ্গ থেকে বের হতে পারবেন না। এমনকি পাসপোর্ট সহ সমস্ত নথি জমা রাখতে হবে। এমনকি তদন্ত্যে সবরকম সাহায্য করতে হবে বলেও নির্দেশে জানিয়ে সর্বোচ্চ আদালত।

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr