Tiger: এমনিতে কাঁকড়াঝোড় ও ময়ূরঝর্ণার জঙ্গল পাহাড়ি জঙ্গল। ছোট ছোট পাথুরে টিলা আর ঘন জঙ্গলের কারণে বিভিন্ন এলাকা বেশ দুর্গম।ঝাড়গ্রাম: কটাচুয়ার জঙ্গল থেকে বাঘিনী ঢুকে পড়েছে কাঁকড়াঝোড় ও ময়ূরঝর্ণার জঙ্গলে। আজ সকাল ৬ টায় ওই জঙ্গলে মিলেছে বাঘিনীর জিনাতের গলায় থাকা রেডিও কলারের সিগন্যাল। তারপর দীর্ঘ ৬ ঘন্টা ধরে আর কোনও খোঁজ নেই। কার্যত উধাও হয়ে গিটেছে বাঘিনী। বন কর্মীরা কাঁকড়াঝোড় ও ময়ূরঝর্ণার জঙ্গল তন্নতন্ন করে খুঁজেও তার খোঁজ পাচ্ছেন না। কিন্তু কেন? সমস্যা কোথায়?
এমনিতে কাঁকড়াঝোড় ও ময়ূরঝর্ণার জঙ্গল পাহাড়ি জঙ্গল। ছোট ছোট পাথুরে টিলা আর ঘন জঙ্গলের কারণে বিভিন্ন এলাকা বেশ দুর্গম। তাছাড়া এই জঙ্গলে রয়েছে বুনো হাতির উপদ্রব। তার ফলে বাঘিনীর খোঁজে ঘন জঙ্গলে বনকর্মীদের প্রবেশে প্রতিবন্ধকতা রয়েছে।
এদিকে সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে আনা রেডিও কলার ট্র্যাকার অ্যান্টেনার সর্বোচ্চ ক্ষমতা এক কিলোমিটার। অর্থাৎ বাঘিনী যেখানে অবস্থান করছে সেখান থেকে এক কিমি ব্যসার্ধে রেডিও কলার ট্র্যাকার অ্যান্টেনা থাকলে তবেই সেই সিগন্যাল ধরা পড়বে অ্যান্টেনায়। তাহলে কি বাঘিনী যেখানে রয়েছে, তার এক কিমির মধ্যে পৌঁছতে পারছে না? নাকি বাঘিনী পাড়ি দিয়েছে অন্যত্র? এমনিতে কাঁকড়াঝোড় ও ময়ূরঝর্ণার জঙ্গল থেকে ঝাড়খন্ড ও ওড়িশার সীমানা বেশি দূরে নয়। সে ক্ষেত্রে বাঘিনীর ভিনরাজ্যে চলে যাওয়ার সম্ভাবনাও একেবারে অমূলক নয়।
Author: VS NEWS DESK
pradeep blr