কংগ্রেস সদর দফতরে আনা হল প্রাক্তন প্রধানমন্ত্রীকে, শেষযাত্রায় থাকতে পারেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল ৯টা। রাজধানী দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের সামনে উপচে পড়া ভিড়। ভেতরে শায়িত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর মরদেহ। শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে সেখানে হাজির হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জন খাড়্গে-সহ অন্যরা।

অর্থনীতিবিদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে দলমত নির্বিশেষে প্রচুর মানুষ সেখানে উপস্থিত হয়েছেন।

মনমোহনের স্মৃতিসৌধ তৈরি করবে কেন্দ্র, মাঝরাতে জানাল শাহের মন্ত্রক
মনমোহনের স্মৃতিসৌধ তৈরি করবে কেন্দ্র, মাঝরাতে জানাল শাহের মন্ত্রক

আর কিছু পরে এখান থেকেই শুরু হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ যাত্রা। বেলা ১১টা ৪৫ মিনিটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতিও।

গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর হাত ধরেই দেশে উদারনৈতিক অর্থনীতির সূচনা হয়েছিল। ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সব কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে।

সূত্রের খবর, মনমোহনের পরিবার এবং কংগ্রেসের তরফে রাজঘাটে শেষকৃত্য সম্পন্ন করার আর্জি জানান হয়েছিল। তবে কেন্দ্র তাতে রাজি না হওয়ায় নয়াদিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শেষকৃত্য সম্পন্ন হবে। তবে বেশি রাতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জনিয়েছে, প্রয়াত মনমোহন সিংহের স্মৃতিসৌধ দিল্লিতেই তৈরি হবে।

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು