Search
Close this search box.

Maharashtra CM: একনাথ শিন্ডেকে বড় অফার বিজেপির! তাতেও রাজি নন? তাহলে কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী?

Maharashtra Next CM: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে গত কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও সরকার গঠন সম্ভব হয়নি। মারাঠা রাজ্যের মসনদে কে? তা এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি ‘মহাজুটি’ জোট। তবে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ। গতবার আসন সংখ্যা বেশি থাকলেও মহারাষ্ট্র সরকারে উপ মুখ্যমন্ত্রী পদ পেয়েছে বিজেপি। কিন্তু এবার তা চায় না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসাবে দেবেন্দ্র ফড়নবীশকেই চান শাহ-নাড্ডারা

অন্যদিকে ডেপুটি মুখ্যমন্ত্রী পদের জন্য একনাথ শিন্ডেকে (Eknath Shinde) জানানো হয়েছে বলে খবর। আর তাতেই শিণ্ডে শিবিরে কার্যত বিদ্রোহের আগুন ক্রমশ চড়ছে। সবভারতীয় এক সংবাদমাধ্যমে শিণ্ডে ঘনিষ্ঠ এক শিবসেনা নেতা সঞ্জয় সিরদাট (Shiv Sena leader Sanjay Shirsat) জানিয়েছেন, উপ-মুখ্যমন্ত্রী পদ কখনই মানা হবে না।

তাঁর কথায়, একনাথ শিন্ডের (Eknath Shinde) নামেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে লড়াই হয়েছে। ফলে মুখ্যমন্ত্রী পদে যে তিনিই ফিরবেন তা কার্যত পরিস্কার বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, উপ মুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) পদ কখনই মানা হবে না বলেও জানিয়েছেন তিনি। ফলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিয়ে জটিলতা রয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে ইতিমধ্যে ময়দানে নেমেছে কেন্দ্রের তাবড় তাবড় নেতা। ইতিমধ্যে একনাথ শিন্ডেকে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী পোস্টের জন্যে আবেদনও জানানো হয়েছে বলে খবর। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী পদের জন্যেও শিণ্ডেকে অফার করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। যদিও সমস্ত আবেদনই তিনি উড়িয়ে দিয়েছেন বলে খবর। এই অবস্থায় চাঞ্চল্যকর দাবি করেছেন এনডিএর শরিক দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার (RPI) সুপ্রিমো রামদাস আঠাওয়ালে।

তিনি বলেন, “একনাথের উচিত দু’পা পিছিয়ে যাওয়া। ঠিক যেমন দেবেন্দ্র ফড়নবীশ চার পা পিছিয়ে একনাথের সরকারের অধীনে কাজ করেছিলেন। একনাথ শিন্ডের উচিত উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) হওয়া অথবা অন্তত মন্ত্রিসভার সদস্য হওয়া।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যস্থতায় সমস্যার সমাধান হবে বলেও আশাবাদী তিনি।

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು