Life Insurance Policy: বাজারে মোট ৫৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন, এর মধ্যে অর্ধেকই বিনিয়োগ রয়েছে লার্জ ক্যাপ স্টকে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে এলআইসি ৮৪টি স্টকে স্টেক কমিয়েছে।
LIC: দেশের সবথেকে বড় জীবনবিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। গ্রাম থেকে শহর সকলেই এই সংস্থার কথা জানেন এবং জীবনবিমার ক্ষেত্রে সবার প্রথমেই এই রাষ্ট্রায়ত্ত সংস্থার নাম মাথায় আসে। গরীব থেকে মধ্যবিত্ত সকলের কাছে কোনো না কোনো জীবনবিমা পলিসি (Life Insurance Policy) আছে এই সংস্থার। আর ভারতের শেয়ার বাজারে অন্যতম বৃহৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন। সাধারণ মানুষ জীবনবিমার (LIC) জন্য যে টাকা জমা করেন সংস্থার কাছে, সেই টাকার কিছু অংশ এই সংস্থা ইকুইটিতে বিনিয়োগ করে। বিভিন্ন সংস্থায় নিজেদের এই ধরনের বিনিয়োগের মাধ্যমে এলআইসির প্রভূত মুনাফা হয়ে থাকে।
সেপ্টেম্বর ত্রৈমাসিক চলাকালীন এই সংস্থা তাঁর ২৮৫টি হোল্ডিংয়ের মধ্যে ৭৫টিতে স্টেক বাড়িয়েছে। আর পোর্টফোলিওতে আরও ৭টি নতুন স্টক যোগ করেছে। বাজারে মোট ৫৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন, এর মধ্যে অর্ধেকই বিনিয়োগ রয়েছে লার্জ ক্যাপ স্টকে। এই ত্রৈমাসিকে সংস্থার মোট বিক্রি হয়েছে ৩৮ হাজার কোটি টাকার এবং নেট শেয়ার কেনা হয়েছে ১৮ হাজার কোটি টাকার।
এই ত্রৈমাসিকেই এলআইসি ৮৪টি স্টকে নিজেদের স্টেক কমিয়েছে এবং ৭টি স্টকে সম্পূর্ণ স্টেক প্রত্যাহার করেছে। বাকি ১১১টি সংস্থার স্টেকে কোনো বদল আসেনি। সংবাদসূত্র অনুসারে এলআইসির ২৮৫টি শেয়ার হোল্ডিংয়ের মূল্য ১৬.৭৬ লক্ষ কোটি টাকা। আগের ত্রৈমাসিকে এই অঙ্ক ছিল ১৫.৭২ লক্ষ কোটি টাকা। এলআইসির বেশ কিছু ব্লু চিপ স্টকে বিনিয়োগ রয়েছে। এর মধ্যে রয়েছে লারসেন টার্বো, মারুতি সুজুকি ইন্ডিয়া, বাজাজ ফিনান্স লিমিটেড, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, বাজাজ ফিনসার্ভ, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কে স্টেক রয়েছে এই সংস্থার।
এলআইসির বেশ কিছু ব্লু চিপ স্টকে বিনিয়োগ রয়েছে। এর মধ্যে রয়েছে লারসেন টার্বো, মারুতি সুজুকি ইন্ডিয়া, বাজাজ ফিনান্স লিমিটেড, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, বাজাজ ফিনসার্ভ, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কে স্টেক রয়েছে এই সংস্থার। স্টেট ব্যাঙ্কের শেয়ারে মোট ১৮২৪ কোটি টাকা বিনিয়োগ আছে এলআইসির, অন্যদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে বিনিয়োগ আছে ১৬৮৬ কোটি টাকার। এখানেই শেষ নয়, গেইল ইন্ডিয়া, ভোল্টাস, হিরো মোটোকর্প, টাটা কনসালটেন্সি সার্ভিস ইত্যাদি স্টকেও বিনিয়োগ আছে এলআইসির।
Author: VS NEWS DESK
pradeep blr