Search
Close this search box.

Adani Share Price: ৯ শতাংশ বাড়ল আদানি গ্রুপের স্টক, এখন কিনবেন, আশঙ্কা কি কেটে গেছে ?

Adani Group: বিতর্কের মধ্যেই ফের লাফাল আদানি গ্রুপের স্টকগুলি (Adani Share Price)। এই নিয়ে টানা তিন দিন বাড়ল আদানি গ্রুপের স্টক। আজ বিশেষ করে গতি দেখিয়েছে আদানি গ্রিন এনার্জি (Adani Green Energy)। তবে কি এবার বিনিয়োগ (Investment) করতে পারেন আদানি গ্রুপের। আশঙ্কা কি কেটে গেছে ?

আজ আদানিদের স্টক কতটা লাফিয়েছে
শুক্রবার সপ্তাহের শেষে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ারের দাম সকালের লেনদেনে 9% পর্যন্ত বেড়েছে। আদানি টোটাল এনার্জি সলিউশন লিমিটেডের শেয়ারের দামও 8% পর্যন্ত বেড়েছে। আদানি টোটাল গ্যাসের শেয়ারের দামও 5% পর্যন্ত বেড়েছে। আদানি পাওয়ারের শেয়ারের দাম একই রকম লাভ দেখেছে। অন্যদের মধ্যে আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস এবং বিশেষ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আদানি উইলমার শেয়ারের দামও 3% পর্যন্ত বেড়েছে।

পিছিয়ে থাকেনি মিডিয়ার স্টকও। নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড (এনডিটিভি) গ্রুপের শেয়ারও আজ গতি দেখিয়েছে। এনডিটিভি শেয়ারের দাম 5% পর্যন্ত বেড়েছে। যেখানে অম্বুজা সিমেন্টস লিমিটেড, এসিসি লিমিটেডের শেয়ারের দাম 3% পর্যন্ত বেড়েছে।

কী জানানো হয়েছে গ্রুপের তরফে 
আদানি গ্রিন এনার্জির বিবৃতি অনুসারে- গৌতম আদানি, সাগর আদানি, এবং সিনিয়র এক্সিকিউটিভ ভিনীত জৈন ইউএস ফরেন করাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট (এফসিপিএ) এর অধীনে অভিযোগের মুখোমুখি হচ্ছেন না। গৌতম আদানি, সাগর আদানি, এবং শ্রী বীনিত জৈনকে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে) বা ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের দেওয়ানি অভিযোগে এফসিপিএ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়নি।

তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, কথিত সিকিউরিটিজ জালিয়াতির ষড়যন্ত্র, তারের জালিয়াতি ষড়যন্ত্র এবং সিকিউরিটিজ জালিয়াতির প্রসঙ্গ। কোম্পানি তার এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই কথা বলেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr