শুক্রবার ময়দানে নজর ছিল বিওএ নির্বাচন নিয়ে। গত কয়েকদিন ধরেই বেঙ্গল অলিম্পিক্স সংস্থার নির্বাচন ঘিরে ময়দানে উত্তেজনার পারদ বৃদ্ধি পাচ্ছিল। বিওএ সভাপতি পদে ভোটে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ওরফে বাবুন বন্দোপাধ্যায়। তাঁর প্রতিপক্ষ শিবিরের সভাপতি পদে প্রার্থী ছিলেন চন্দন রায় চৌধুরী ।
শুক্রবার ভোটের ফলাফল প্রকাশের পর দেখা গেল বড় ব্যবধানে বাবুন বন্দোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন চন্দন রায় চৌধুরী। নির্বাচনে মোট ভোটার ছিল ৬৮ জন। মধ্যে ৬৭ জন ভোট দেন একজন ব্যক্তিগত কারণে ভোট দিতে পারেননি। সভাপতি পদে জেতার জন্য ম্যাজিক ফিগার ছিল ৩৪। কিন্তু বিরোধী শিবিরের সভাপতি প্রার্থী চন্দন রায় চৌধুরী ৪৫ পেয়ে বড় ব্যবধানে হারিয়ে দিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়কে।
একইসঙ্গে বাবুন বন্দোপাধ্যায়ের শিবিরের সচিব প্রার্থী কল্যাণ চট্টোপাধ্যায় হেরে গিয়েছেন বিরোধী শিবিরের জহর দাসের কাছে। মোট ১৪ টি পদে শুক্রবার নির্বাচন হয় ।এর মধ্যে নির্বাচন হয়নি শুধু কোষাধ্যক্ষ পদে। কারণ কমল কুমার মৈত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। সকাল ১১:৩০ মিনিট থেকে ভোটাভুটি শুরু হয় বেলা তিনটে পর্যন্ত ভোটাভুটি হবার পরে গনণা শুরু হয় ।সেখানে দেখা গেল বড় ব্যবধানে হেরে গিয়েছেন বাবুন। একই সঙ্গে তাঁর গোষ্ঠীর সচিবও হেরে গিয়েছেন।
২০১৬ সালে সভাপতি পদে বসেছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। সেই বছর তিনি চন্দন রায় চৌধুরীকে হারিয়েই এই সভাপতি হয়েছিলেন এবার সেই চন্দন রায়চৌধুরীর কাছেই পরাজিত হলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। এবার মাত্র ২০ ভোট পেয়েছেন বাবুন।
গত কয়েকদিন ধরেই বাবুন জানিয়েছিলেন, তাঁর দাদা অজিত বন্দোপাধ্যায় বিরোধী শিবিরের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে পরাজিত করার চেষ্টা করছেন যদিও অজিত বন্দোপাধ্যায় তিনি ময়দানে ষষ্ঠী নামে পরিচিত তিনি অবশ্য ভোটের লড়াইয়ে নামেননি. কিন্তু নির্বাচনের অবজারভার হিসাবে নিযুক্ত হয়েছিলেন।
বাবুন প্রকাশ্যের নিজের দাদার বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তাঁর অভিযোগ ছিল ময়দানের একটা অংশ তাঁকে হারাতে জোট বেধেছে। কয়েক মাস আগে বেঙ্গল হকির সভাপতি পদ হারান সুজিত বসুর কাছে। এবার বিওএ সভাপতি পদেও হারলেন বাবুন। ময়দানে ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছেন মুখ্যামন্ত্রীর ভাই।
সভাপতি পদে জেতার পর চন্দন রায় চৌধুরি বলেন, আমাকে ময়দানে সবাই ভালোবাসে, অজিত দার শুভকামনা অবশ্যই ছিল। সবাই চাইছিল বিওএ-তে একটা বদল আসুক। তাই আমাকে এতজন ভোট দিয়েছেন। আমার লক্ষ্য ছোট খেলাগুলোর উন্নতি করা, সবাই ক্রিকেট ফুটবল নিয়ে মেতে থাকে। আমার লক্ষ্য ছোট খেলার উন্নতি। ভোটে জেতার পর আমার সঙ্গে অরূপ বিশ্বাসের কথা হয়নি।
পরাজয় শেষে বাবুন বন্দোপাধ্যায় বলেন, ময়দানে আসল খেলা হলে আমি জিতব। ময়দান থেকে আমাকে কেউ সরাতে পারবে না। এবার সহ সভাপতি পদে জিতেছেন বিশ্বরূপ দে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আর্শীবাদ আমাদের সঙ্গে ছিল, আমরা তাঁর সঙ্গে দেখা করব। মাননীয় অরূপ বিশ্বাসও পাশে ছিলেন.
Author: VS NEWS DESK
pradeep blr