Search
Close this search box.

এই পাঁচ ফিচার না জেনে ভুলেও Honda Activa e কিনবেন না! কেন জানেন? আসল সত্য অবাক করবেই

Honda Activa Electric: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ইলেকট্রিক টু-হুইলারের দুনিয়ায় পা রাখল Honda। বাজারে এল Honda Activa e। পেট্রোল ভেরিয়েন্টের থেকে সম্পূর্ণ আলাদা এর ডিজাইন। এমনকি ফিচারের দিক থেকেও একাধিক নতুন আপডেট দেওয়া হয়েছে। এই ই স্কুটারে সোয়াপেবল ব্যাটারি দেওয়া হয়েছে। এমনকি পাঁচটি আকর্ষণীয় রঙে এই স্কুটার কেনার সুযোগ আছে। তবে দামের বিষয়ে সংস্থা এখনও কিছু বলেনি।

সেটা চমক থাকছে বলেই দাবি Honda -র। তবে বছর ঘুরলেই অর্থাৎ ২০২২৫ সালের প্রথম দিন থেকেই Honda Activa e এর= বুকিং শুরু হয়ে যাবে। তবে বুকিং করার আগে অবশ্যই জানুন এই ই স্কুটারের (Honda Activa Electric) পাঁচ এমন ফিচার না জানলে অনেক সমস্যা হতে পারে!!

Honda Activa Electric: স্টাইলিস ডিজাইন

Honda Activa e এর ডিজাইন একেবারেই সাধারণ। তবে একঝলক দেখলেই একেবারে প্রেমে পড়ে যাবেন। মূলত ফ্যামেলি ক্লাসকে তার্গেট করেই এই স্কুটার লঞ্চ করেছে সংস্থা। তুলনামূলক সিট এতে অনেক বড় দেওয়া হয়েছে। এছাড়াও এপ্রল-মাউটেন্ড LED হেডলাইট এবং হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। হ্যান্ডেলবার কাউলে LED DLR এর মতো আধুনিক ফিচার যোগ করা আছে। পিছনে LED টেল লাইট দেওয়া হতে পারে। এটির আকর্ষণ বাড়াতে ডার্ক স্মোক এফেক্ট দেওয়া হয়েছে।

Honda Activa e -তে আধুনিক এবং শক্তিশালী মোটর দেওয়া হয়েছে। আছে সুইগ আর্ম-মাউটেন্ড মোটর। যা কিনা 6kW পর্যন্ত পিক আউটপুট করতে পারে। সংস্থার দাবি, মাত্র 7.3 সেকেন্ডে 0-60kmph পর্যন্ত গতি ধরতে পারে নয়া Honda Activa Electric স্কুটারটি। তিনটি রাইডিং মোড দেওয়া হয়েছে। টপ স্পিড 80kmph

Honda Activa Electric: ই-স্কুটারে ব্যাটারি বিপ্লব

Honda Activa e স্কুটারে 1.5kWh সোয়াপেবল ব্যাটারি দেওয়া হয়েছে। ক্যাপাসিটি 3kWh। একবার ফুল চার্জ দিলে 102 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। তবে এই ব্যাটারি ঘরে বার করে চার্জ দেওয়া যাবে না। এই স্কুটারের ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার পর শুধুমাত্র হোন্ডার সোয়াইপযোগ্য ব্যাটারি স্টেশনে গিয়েই চার্জ দিতে হবে। কিংবা ব্যবহৃত ব্যাটারিটি রেখে নতুন নিতে হবে। এজন্য বিশেষ স্টেশন গড়ছে Honda। Honda Activa Electric রেগুলার ইউসের জন্য সেরা।

Honda Activa Electric: বড় TFT ডিসপ্লে

Activa e এর অনেকগুলি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। টপ ভেরিয়েন্টে একটা বড় TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। রোদ হোক কিংবা বৃষ্টি যে কোনও সময়ে ব্যবহার করা সম্ভব। এতে ব্লু-টুথ কানেকটিভিটি, ইনকামিং কল অ্যালার্ট, নেভিওগেশনের মতো আধুনিক সুবিধা পাওয়া যাবে।

Honda Activa Electric: দাম এবং ডেলিভারি

Honda Activa e এর দাম কত হবে তা এখনও জানায়নি সংস্থা। তবে ২০১৫ সালের বুকিং শুরু হবে। ডেলিভারি হতে আরও কয়েকদিন লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr