Vande Bharat Express Sleeper Train: বছর ঘুরলেই দেশের লাখ লাখ যাত্রীর জন্য অপেক্ষা করছে বড় উপহার! ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। যাতে একেবারে সরাসরি জম্মু-কাশ্মীর পর্যন্ত চলে যাওয়া যাবে। দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে শুয়ে শুয়ে পৌঁছে যাওয়া যাবে ভূস্বর্গে।
যা খবর, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নয়া এই ট্রেনের সূচনা হবে। নয়া এই ট্রেনে (vande Bharat Express Sleeper Train) একগুচ্ছ নতুন ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে বলেই দাবি।
vande Bharat Express Sleeper Train: থাকবে হিটিং ফিচার।
‘ইকোনমিক টাইমসে’র খবর অনুযায়ী দিল্লি থেকে শ্রীনগরের মধ্যে যে বন্দে ভারত স্লিপার ট্রেন চলছে তাতে একেবারেই নতুন কিছু ফিচার যোগ করা হচ্ছে। যেমন থাকবে হিটিং ফিচার। কাশ্মীর মানেই ঠান্ডা, মনোরম পরিবেশ। অনেক সময় তাপমাত্রা শূন্যে নেমে যায়। বরফের মোটা চাদরে ঢাকা পড়ে যায় উপত্যকা। ফলে যাত্রীদের কথা ভেবেই বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই ট্রেনকে (vande Bharat Express Sleeper Train)। রাখা হচ্ছে হিটিং’য়ের অপশন।
vande Bharat Express Sleeper Train: নতুন ভাবে ডিজাইন করা হচ্ছে
রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারতের চেয়ারকার ভেরিয়েন্টকে কাশ্মীরের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। ট্রেনটিকে (vande Bharat Express Sleeper Train) একগুচ্ছ বদল আনা হয়েছে। জলের ট্যাঙ্ক এবং বিশেষ কিছু জায়গায় হিটিং অপশন যোগ করা হচ্ছে।
তাতে যাত্রীরা একদিকে গরম জল পায় অন্যদিকে ট্রেনের মধ্যেও গরম অনুভূতি পায়। এমনকি ড্রাইভারের সামনে লুকআউট গ্লাসেও হিটিং এলিমেন্ট দেওয়া হয়েছে। যাতে প্রবল ঠান্ডাতে এই ট্রেন চালানোর ক্ষেত্রে সমস্যা হবে না বলেই জানিয়েছেন ওই রেল আধিকারিক।
তাঁর কথায়, দিল্লি-কাশ্মীরের মধ্যে একেবারে মর্ডান প্রযুক্তির একটি বন্দে ভারত এক্সপ্রেস (vande Bharat Express Sleeper Train) চালানো হবে।
vande Bharat Express Sleeper Train: জানুয়ারি মাসের শেষে হবে উদ্বোধন
নয়া বন্দে ভারত স্লিপার ট্রায়াল রান (vande Bharat Express Sleeper Train) চালানো হচ্ছে। একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে। চলতি মাসেই সেই কাজ শেষ হয়ে যাবে বলে দাবি রেল শীর্ষ আধিকারিকদের। আর এরপরেই ট্র্যাকে দৌড়ানোর জন্য তৈরি হয়ে যাবে ভারতের প্রথম সেমি বুলেটের স্লিপার ভার্সন।
জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত নয়া এই ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই জানা গিয়েছে। যদিও রেলের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
জানা গিয়েছে, উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্কের মাধ্যমে কাশ্মীরের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হবে।
Author: VS NEWS DESK
pradeep blr