Christmas Attack: ক্রিসমাসের বাজারে জনজোয়ারকে পিষল গাড়ি, জার্মানিতে রক্তস্রোত, জারি হাই অ্যালার্ট

নয়া দিল্লি: ভয়ঙ্কর হামলায় রক্তাক্ত জার্মানি। হাতে আর কয়েক দিন। এরপরই বড়দিন। সেই ক্রিসমাস উপলক্ষে জার্মানির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে বিশাল জনজোয়ার ছিল। চলছিল বড়দিনের বাজার। সেই সময়ই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা।

সূত্রের খবর, ২ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একটা ঘাতক গাড়ি যে সব শেষ করে দেবে তা কেউ কল্পনাও করতে পারেনি। একেবারে ভয়ঙ্কর বেগে ভিড়ের মধ্যেই ঢুকে পড়ে একটি গাড়ি। সঙ্গে সঙ্গে এদিক-ওদিক ছিটকে পড়ে যান সবাই। ক্রিসমাসের আগে ভয়াবহ ছবি জার্মানিতে।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ আগামীকাল দুর্ঘটনাগ্রস্থ এলাকাটি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে উদ্বিগ্ন বলে সূত্রের খবর। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বয়স ৫০, তিনি সৌদি আরবের একজন চিকিৎসক। তিনি ২০০৬ সালে জার্মানিতে আসেন বলে জানা গেছে।

কেন এমন ঘটনা তা জানতে জার্মানির পুলিশ ধৃতকে জেরাও শুরু করেছে। তবে তদন্তকারীদের প্রাথমিক ধারনা, এই ঘটনা নিছকই সাধারণ দুর্ঘটনা নয়, ঘটনার পিছনের নাশকতার যোগ আছে বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বড়দিনের আগে এই ঘটনায় স্বভাবতই জার্মানির মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

২৫ ডিসেম্বর বড়দিনের আগে ইউরোপজুড়ে ছোট–বড় শহরে ‘ক্রিসমাস মার্কেট’ প্রাচীন ঐতিহ্য। বড়দিনের আগে উৎসবমুখর পরিবেশে এসব মার্কেটে হাতে তৈরি নানা সামগ্রী থেকে শুরু করে শীতকালীন বস্ত্র, কেকজাতীয় খাবার বা মিষ্টান্ন ও নানা ধরনের পানীয় পাওয়া যায়। এ ছাড়া সংগীতানুষ্ঠান হয়ে থাকে।

গতকাল সন্ধ্যায় মাগডেবুর্গ শহরে ‘ক্রিসমাস মার্কেট’ জমজমাট হয়ে উঠেছিল। সন্ধ্যা ৭টার কিছু পরেই ওই গাড়িচালক অসংখ্য মানুষের মধ্য দিয়ে মার্কেটের ভেতরে প্রায় ৪০০ মিটার পথ গাড়ি চালিয়ে নিয়ে যান। এরপর জার্মানির নানা শহরে ‘ক্রিসমাস মার্কেটগুলো’ আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು