পিছন থেকে লাফিয়ে ঘাড়ে কামড়, গুরুতর জখম মহিলা, চিতাবাঘের আতঙ্কে কাঁপছে শিলিগুড়ি

শিলিগুড়িতে চিতাবাঘের আক্রমণে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা। কী জানা যাচ্ছে?

বান্দোয়ানের ভাঁড়ারি পাহাড় থেকে পুরুলিয়ার মানবাজার। জ়িনাত কোথায়? বাঘিনি ঘুম কেড়ে নিয়েছে বন দপ্তরের। এর মাঝেই চিতাবাঘের আতঙ্ক শিলিগুড়িতে। শুক্রবার সকালে চিতাবাঘের হানায় এক মহিলা আক্রান্ত হয়েছেন বলে খবর। আক্রান্ত মহিলার নাম সেহারা খাতুন(৪৫)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঘোষপুকুর বন বিভাগের কর্মীরা। এলাকায় খাঁচা পাতার কাজ চলছে।

ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ওই গ্রামের বাসিন্দাদের ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ও পারে জিরো পয়েন্টে চাষ-আবাদের জমি রয়েছে। প্রতিদিন সকালে নিজের জমিতে কাজ করতেই ওই এলাকায় যেতেন আক্রান্ত মহিলা। এদিনও কাজ সেরে ফিরছিলেন তিনি।

জানা গিয়েছে, পেছন থেকে একটি চিতাবাঘ এসে তাঁর ঘাড়ের কাছে কামড়ে ধরে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন ওই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন বন দপ্তরের কর্মীরা। এলাকায় খাঁচা পাতার কাজ শুরু করা হয়েছে।

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr