Abhishek Banerjee: এ দিন সেই ইস্যুতে মন্তব্য করতে গিয়ে বিস্ফোরক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। গুরুতর অভিযোগ করে তিনি বললেন, “এ রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স।”
ডায়মন্ড হারবার: সীমান্ত দিয়ে কীভাবে গরুপাচার থেকে কয়লা পাচার হয়? এই প্রশ্ন আগেই তুলেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার জঙ্গি ইস্যুতেও বিএসএফ নিয়ে তোপ দাগলেন তিনি। বস্তুত, রাজ্য থেকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে একাধিক জঙ্গি। এই নিয়ে কম সরব হয়নি বিরোধীরা। বিশেষ করে বিধানসভার বিরোধী দলেতা শুভেন্দু অধিকারীর এই সবের পিছনে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ দিন সেই ইস্যুতে মন্তব্য করতে গিয়ে বিস্ফোরক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। গুরুতর অভিযোগ করে তিনি বললেন, “এ রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স।”
অভিষেকের দাবি,বাংলাকে কুৎসা করতেই বিজেপি এই চক্রান্ত করছে। জঙ্গি শুধুমাত্র এ রাজ্য থেকে নয়, ত্রিপুরা-অসমের মতো বিজেপি শাসিত রাজ্য থেকেও ধরা পড়েছে। তৃণমূল সাংসদের প্রশ্ন, “এই তো ত্রিপুরা থেকে এতজন ধরা পড়েছে। ত্রিপুরা সরকার কি তৃণমূলের? ডাবল ইঞ্জিন সরকার তো? অসমের মুখ্যমন্ত্রী তৃণমূল করেন? ওঁরাই বলে ঘুসপেটিয়া, উল্টা লটকা দুঙ্গা, কাকে ঝোলালো?”
এই নিয়ে বলতে গিয়ে বাংলার পুলিশের ভূয়সী প্রশংসা করেন অভিষেক। বলেন, “বাংলার পুলিশ না সাহায্য করলে জঙ্গি ধরা পড়ত? বাংলাকে অশান্ত করতে। জঙ্গি কে ঢুকিয়েছে? বিএসএফ। আর রাজ্যের পুলিশ জঙ্গি ধরেছে।” বস্তুত, বিএসএফ নিয়ে এর আগেও একাধিকবার তোপ দাগতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদকে। তিনি প্রশ্ন করে বলেছিলেন, “‘বিএসএফের নাকের তলা দিয়ে গরু পাচার হয়, কয়লা পাচার হয়। আর ওরা তৃণমূলের দিকে আঙুল তোলে। কোলিয়ারির নিরাপত্তা দায়িত্বে কে রয়েছে? সিআইএসএফ। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে কে রয়েছে? বিএসএফ। তা হলে কীভাবে গরু পাচার হয়? কীভাবে কয়লা পাচার হয়?” এরপর আজ জঙ্গি নিয়ে মুখ খুললেন তিনি।
প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র বলেন, ” আমি কী বলব? এগুলো দেশের পক্ষে কতটা খারাপ, যাঁরা এই মন্তব্য করছে তাঁদের জানা উচিত। আর বিএসএফ যদি সাহায্য করে জঙ্গি ঢোকাতে, সেই প্রমাণ যদি থেকে থাকে তাহলে আমি বলব কোর্টে গিয়ে দ্রুত বিচারের প্রার্থনা করা উচিত। কারণ এর মধ্যে সত্যতা দেখি না। প্রমাণ না থাকলে আমি বিশ্বাস করব না। বিএসএফ-এর মনোবলকে আঘাত দেওয়া হচ্ছে না?”
Author: VS NEWS DESK
pradeep blr