মুকুটমণিপুরের রাস্তায় উল্টে গেল কলকাতার পর্যটক বোঝাই বাস, পুলিশের সঙ্গেই উদ্ধারকাজে স্থানীয়রা

Bus Accident: যাঁরা আহত হয়েছেন তাঁরা প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। অনেকেই আবার শহরের রিক্সা চালক ইউনিয়নের সদস্য বলেও জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দপুর থানার পুলিশ।

ইন্দপুর: বোলারো পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে গেল পর্যটক বোঝাই বাস। আহত অন্তত ১৫ পর্যটক। এদিন সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দপুরের বাগডিহা এলাকায়। গাড়িতে থাকা সব পর্যটকই জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক বেশ কয়েকজন। ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর, এদিন কলকাতা থেকে ৬৫ জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি বাস। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দপুরের বাগডিহার কাছে একটি পিক আপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হওয়ার পরিস্থিতি তৈরি হয়। পাশ কাটাতে গিয়ে উল্টে যায় বাসটি। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা।

যাঁরা আহত হয়েছেন তাঁরা প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। অনেকেই আবার শহরের রিক্সা চালক ইউনিয়নের সদস্য বলেও জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দপুর থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশও উদ্ধার কাজে আহত হয়। আহতদের উদ্ধার করে ইন্দপুর ব্লক হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು