New 100 & 200 rs Note: সম্প্রতিই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ১০০ ও ২০০ টাকার নতুন নোট বাজারে আনা হবে। সেই নতুন নোটে একটা বড় পরিবর্তন আসতে চলেছে।
নয়া দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank of India) বড় সিদ্ধান্ত। ১০০ টাকা ও ২০০ টাকার নোটে আসতে চলেছে বিরাট বদল। আপনার পকেটে থাকা নোট আসল নাকি নকল, তা চেনার জন্য এই খবর জানা জরুরি।
কী সেই পরিবর্তন?
আরবিআই জানিয়েছে, এবার থেকে ১০০ টাকা ও ২০০ টাকার নতুন নোটে বদলে যাবে গভর্নরের স্বাক্ষর। এতদিন শক্তিকান্ত দাসের স্বাক্ষর থাকত। এবার ১০০ ও ২০০ টাকার নোটে আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে।
তবে নতুন নোট বাজারে আনার পর পুরনো ১০০ ও ২০০ টাকার নোটগুলি বাতিল হয়ে যাবে না। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, পুরনো ১০০ ও ২০০ টাকার নোট, যাতে প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের সই রয়েছে, তা বৈধ থাকবে। সেই নোট ব্যবহারে কোনও সমস্যা হবে না।
প্রসঙ্গত, ২০১৬ সালে নোটবন্দির সময় ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই সময়ই ১০০ ও ২০০ টাকার নতুন নোটের সিরিজ চালু হয়েছিল।