ইন্দ্রনীল-ইশা সৃজিতের ছবিতে, আর কী চমক থাকছে?

 পরিচালকের সঙ্গে কথা বলেই জানা গেল, ছবিটি শ্রীচৈতন‍্য মহাপ্রভুর বায়োপিক। ষোড়শ শতক, ঊনবিংশ শতক আর একবিংশ শতক, এই তিন যুগের তিনটে গল্পের সূত্র ধরে মহাপ্রভুর জীবন বর্ণনা করা হবে ছবিতে। ছবির কাস্টিং এখন টলিপাড়ার চর্চার কেন্দ্রে।

‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজে হাত দিচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ‍্যায়। এই ছবির চিত্রনাট‍্য লেখার কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। এর আগে ছবিটি তৈরির প্রয়াস হয়েছে। একটা লুক সেট হয়। বাংলার কোন-কোন নামী অভিনেতারা ছবিতে থাকবেন, সেই সময়ে যা ঠিক হয়েছিল, তা আমূল বদলে গেল ২০২৫-এ।

ছবিতে মহাপ্রভু রূপে দেখা যাবে দিব‍্যজ‍্যোতি দত্তকে। তাঁর বিপরীতে থাকছেন দর্শনা বণিক। ‘অনুরাগের ছোঁয়া’-র মতে সুপারহিট ধারাবাহিক করার পর এটা দিব‍্যজ‍্যোতির জন‍্য দারুণ সুযোগ। তিনি গত কয়েক মাস ধরেই এই চরিত্রের জন‍্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ আর ‘এসভিএফ’-এর যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবিটি। বড় বাজেটের এই ছবিটি কবে মুক্তি পাবে, বাংলার অন‍্যতম চর্চিত ছবি হবে কিনা, তার দিকে নজর থাকবে সিনেমাপ্রেমীদের।

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು