CM Mamata Banerjee: হিথরো বিমানবন্দরে ভয়াবহ আগুন, পিছিয়ে যাচ্ছে মমতার লন্ডন সফর

CM Mamata Banerjee: ২২ তারিখ সকাল ৯টা ১০ মিনিটের বিমান ধরার কথা ছিল মমতার। মমতার সঙ্গে যাওয়ার কথা ছিল মুখ্যসচিব সহ বেশ কয়েকজন প্রতিনিধির। রাতে ৮টা নাগাদ তাঁদের হিথরো বিমানবন্দের পৌঁছানোর কথা ছিল।

কলকাতা: আগে থেকেই নির্ধারিত ছিল কর্মসূচি। শনিবারই দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, আপাতত সেই কর্মসূচিই বেশ কিছুটা পিছিয়ে যাচ্ছে। নেপথ্যে হিথরো বিমানবন্দরের অগ্নিকাণ্ড। শনিবার সকালে দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু, হিথরো বিমানবন্দরে আগুন লাগার জেরে বিমান ওঠানামায় সমস্যা তৈরি হয়েছে। সাময়িকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি হয়েছে বলে জানা যাচ্ছে। সে কারণেই মমতার সফরও বেশ কিছুটা পিছিয়ে যাচ্ছে।

২২ তারিখ সকাল ৯টা ১০ মিনিটের বিমান ধরার কথা ছিল মমতার। মমতার সঙ্গে যাওয়ার কথা ছিল মুখ্যসচিব সহ বেশ কয়েকজন প্রতিনিধির। রাতে ৮টা নাগাদ তাঁদের হিথরো বিমানবন্দের পৌঁছানোর কথা ছিল। কিন্তু, হিথরো বিমানবন্দরে বড়সড় অগ্নিকাণ্ডের জেরে সেখানে বিমান ওঠানামার ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে যেহেতু শনিবারই বেরিয়ে শনিবার রাতেই পৌঁছানোর কথা ছিল মমতাদের। ছিল ঠাসা কর্মসূচি। তাই তড়িঘড়ি সূচিকে বদল আনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। তবে এবার কবে আর কখন মমতা যাবেন সে বিষয়ে এখনও পর্যন্ত বিশদে জানা যায়নি। পরবর্তীতে তা জানানো হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು